
আমাদের বাংলাদেশের এক বন্ধু (নামটা উহ্য রাখলাম) আজ পেপলে পেমেন্ট করেছেন এবং উনার পেপলের পেমেন্টের পর বুঝলাম, আমাদের Add Balance পেজে ডলার পেমেন্টের ক্ষেত্রে একটু ত্রুটি ছিল, সেই পরিপ্রেক্ষিতেই এই লেখা।
বন্ধুটি মোট ১.৫ ডলার পেমেন্ট করলেও শরদিন্দুর পেপল অ্যাকাউন্টে জমা হয় ১.০৬ ডলার অর্থাৎ পেপল ৪৪ সেন্ট ফি হিসাবে কেটে নিয়েছে। সেক্ষেত্রে আমরা হাতে পাচ্ছি ৭৬-৭৭ টাকা মত (সঠিকটা ব্যাঙ্কে ট্রান্সফারের পর জানা যাবে), অথচ যিনি পাঠিয়েছেন, তিনি তো কমবেশি প্রায় ১১০টাকা(ভারতীয় হিসেবে) ব্যয় করেছেন।
তাই একটু ভাবনা চিন্তার পর ঠিক করলাম, উনাকে উনার ব্যায়ের কাছাকাছি হিসাবে আমরা ক্রেডিট দেবো আর সেইমতো একটু আগে Add Balance পেজে কিঞ্চিত পরিবর্তন করলাম। আমরা সেখানে এও উল্লেখ করেছি, যদি এমন হয়, যে কেউ যে অ্যামাউন্ট পেমেন্ট করলেন, সেটাই আমরা আমাদের অ্যাকাউন্টে পেলাম (কোনও ফি না কেটেই), সেক্ষেত্রে তাকে আমরা অতিরিক্ত কিছু ক্রেডিট হিসাবে প্রদান করবো।
আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।